
বান্দরবান, ০১ মার্চ, এবিনিউজ : ‘জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এক প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়।
জেলা তথ্য অফিসার শরিফুল ইসলামের সভাপিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বিষেশ অতিথি ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বান্দরবানের সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সম্মেলনে বান্দরবান জেলা তথ্য অফিসার শরিফুল ইসলাম জানান, শতকরা ৫ শতাংশ মানুষ মাদকের সাথে জড়িত। এদের মধ্যেই কেউ বিক্রেতা, কেউ ক্রেতা। তারাই পরিবেশকে কলুষিত করছে।
তিনি বলেন, জনগোষ্ঠির বৃহৎ অংশই মাদকের বাইরে রয়েছেন। আমরা তাদের ভালো রেখে সমাজ থেকে মাদককে নিয়ন্ত্রণ করতে চাই।
বক্তারা বান্দরবানেও একটি মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের দাবি জানান।
বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, মাদকের কারণে যাতে যুব সমাজ ধ্বংস না হয় সেজন্য সবাইকে খেয়াল রাখতে হবে। যেখানেই মাদক সেখানে তাৎক্ষনিক ভাবে অ্যাকশন নেয়া হবে।
প্রেস ব্রিফিং এ বান্দরবানে কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের সংবাদ কর্মীরা অংশগ্রহণ করেন।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/এমসি