![‘গণতন্ত্র, গণমাধ্যম ও সরকার মিলিতভাবে রুখবে জঙ্গি-সন্ত্রাস-সাইবার অপরাধ’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/inu_128178.jpg)
ঢাকা, ০১ মার্চ, এবিনিউজ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণতন্ত্র, গণমাধ্যম ও সরকার সম্মিলিতভাবেই জঙ্গি-সন্ত্রাসী ও সাইবার অপরাধীদের মোকাবিলা করবে।’
আজ সন্ধ্যায় ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নাগরিক টিভির সম্প্রচার উদ্বোধন উপলক্ষে ‘স্বপ্ন সীমাহীন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘জঙ্গি-সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, সাইবার অপরাধ, মিথ্যা তথ্য, উস্কানি ও গুজবে গণতন্ত্র এবং গণমাধ্যম উভয়েই আক্রান্ত হয়। সেইসাথে আক্রান্ত হয় নারী-শিশু, রাষ্ট্র, প্রতিষ্ঠান ও মানুষের ব্যক্তিগত জীবনের পবিত্রতা ও নিরাপত্তা। এই হুমকি থেকে গণতন্ত্র ও জনজীবন রক্ষায় সরকারের পাশে থেকে গণমাধ্যমকে সম্মুখ ও সক্রিয় ভূমিকা নিতে হবে।’
অগ্নিঝরা স্বাধীনতার মাস মার্চের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম জানিয়ে হাসানুল হক ইনু নাগরিক টিভির শুভযাত্রা কামনা করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়রের সহধর্মিণী মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের সভাপতিত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মার্কিন রাষ্ট্রদূত, নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুন নূর তুষার ও বিশিষ্ট সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়ীবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রথমে আনিসুল হক ফাউন্ডেশনের উদ্বোধন ও পরে নাগরিক টিভির সম্প্রচার উদ্বোধন করা হয়।
আনিসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে নগর উন্নয়ন, শিক্ষা ও গণমাধ্যমে অবদানের জন্য গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি