![পটিয়ায় মাদক বিরোধী প্রেস ব্রিফিং](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/sova_abnews_128180.jpg)
পটিয়া (চট্টগ্রাম), ০১ মার্চ, এবিনিউজ : পটিয়ায় মাদকের অপব্যববহার বিরোধী তথ্য অভিযান ও মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পটিয়া তথ্য অফিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া সার্কেলের যৌথ ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেলুল কাদের।
সুমন বড়–য়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, কৃষি কর্মকর্তা আবু জাফর মইন উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর, তথ্য কর্মকর্তা মো: কামরুজ্জামান, পটিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন।
আরো বক্তব্য রাখেন- প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক হারুনুর রশীদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল হাকিম রানা প্রমুখ।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেলুল কাদের বলেন, তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াতে হবে।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এমসি