![তারাগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/01/tree_abnews_128193.jpg)
তারাগঞ্জ (রংপুর), ০১ মার্চ, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগ।
জানা গেছে, তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী যোগদানের পর থেকেই কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে নিজের মনগড়া বিভিন্ন অপকর্ম দিনের পর দিন চালিয়ে যাচ্ছে।
গতকাল বুধবার দিনের বেলা প্রকাশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাছসহ ডালপালা কর্তন করে। সরকারি নীতিমালা ও রেজুলেশন ছাড়াই গাছ কর্তন আর এসব গাছের টাকা আত্মস্বাত করার অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও রোগীর স্বজনদের সাথে অনৈতিক আচরনের অভিযোগও রয়েছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, এমন দুর্নীতিবাজ কর্মকর্তা গাছ কাটা সহ আরও অনেক অপকর্ম করেছে। তাই ওই কর্মকর্তার অপসারণ দাবি করছি।
কাঠ ব্যবসায়ী সাইফুল ইসলাম স্বীকার করে বলেন, বড় স্যারের অনুমতিতে তার লোকজন হিসেব করে আমাকে গাছের-কাঠ দিয়ে টাকা নিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এরকম ঘটনার সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও একটি মহল জড়িত রয়েছে। দীর্ঘদিন যাবৎ ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরি করে আসছে। তারা কোন নিয়ম নীতি না মেনে সকল অপকর্ম করে থাকে।
এ ঘটনায় স্বাস্থ্য পরিদর্শক অ.দা. আব্দুস সালাম এর কাছে গাছ কর্তনের কথা জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার কর্মকর্তার নির্দেশে পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য গাছ পালা কাটা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী বলেন, আমার প্রতিষ্ঠান পরিচালনার জন্য অনেক নিয়ম-কানুন আছে।তবে সব বিষয়ে রেজুলেশন করতে হয় না। আর গাছ কাটার ব্যাপারেও তা আমি করিনি।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি