![কম্পিউটার ছাড়াই ঘানায় কম্পিউটারের ক্লাস](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/guna_128209.jpg)
ঢাকা, ০২ মার্চ, এবিনিউজ : ঘানার একজন শিক্ষক কোনো কম্পিউটার ছাড়াই কম্পিউটার প্রযুক্তির ক্লাস নেন, এই খবরটি প্রকাশিত হওয়ার পর তা অনলাইনে ভাইরাল হয়েছে।
ঘানার কুমসি শহরের এক স্কুলে রিচার্ড আপিয় আকাটো নামে ওই শিক্ষক ব্ল্যাকবোর্ডে মাইক্রোসফট ওয়ার্ডের নকশা তৈরি করে তা থেকে দিয়ে ছাত্রদের কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে শিক্ষাদান করেন।
ফেসবুকে এ ছবিটি পোস্ট করার সময় আকাটো মন্তব্য করেছেন এ বলে যে, ঘানার ক্লাসরুমে আইসিটি শেখানোর অভিজ্ঞতা খুব মজার।
তিনি বলেন, ‘আমি আমার ছাত্রদের খুবই পছন্দ করি। তারা যাতে আমার ক্লাসের পড়া ভালোভাবে বুঝতে পারে, তার জন্য যা করার দরকার আমি তাই করবে।’
ইন্টারনেটে তার ছবিটি হাজার হাজার বার শেয়ার হওয়ার পর মাইক্রোসফট কর্পোরেশন ঘোষণা করেছে যে, তারা তাকে নতুন কম্পিউটার পাঠাবে।
আকোটো স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার স্কুলে ২০১১ সাল থেকে কোনো কম্পিউটার নেই। কিন্তু সেই শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ওপর একটি বিষয়ে পরীক্ষা নেয়া হয়।
ছাত্রদের প্রতি একজন শিক্ষকের এ পরিমাণ নিষ্ঠা দেখে অনলাইনে অনেকেই তার প্রশংসা করেছেন।
সূত্র : বিবিসি
এবিএন/সাদিক/জসিম/এসএ