![দুলালপুরে ইউপি উপ-নির্বাচনে চার প্রর্থীর মনোনয়ন পত্র দাখিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/norshingdi-election_128219.jpg)
শিবপুর (নরসিংদী) , ০২ মার্চ, এবিনিউজ : শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চারজন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মোসা: মরিয়ম বেগম মুক্তা, (আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী) মো: মাহফুজুল হক মোল্লা শামীম, (বিএনপির মনোনয়ন প্রার্থী) মো: আলমগীর হোসেন আলম (ইসলামী আন্দোলন, বাংলাদেশ), মো: মেরাজুল হক মেরাজ, (স্বতন্ত্র)। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহজালালের নিকট নিজ নিজ প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেয়। আগামী ৫ই মার্চ মনোনয়ন পত্রের যাচাই বাছাইর শেষ দিন।
উল্লেখ্য, গত ২০১৭ সালে ৯ই ডিসেম্বর দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিয়া হোসেন নাজিরের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগমী ২৯ মার্চ দুলালপুর ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/নির্ঝর