রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত খুলনা

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত খুলনা

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত খুলনা

খুলনা, ০২ মার্চ, এবিনিউজ : আগামীকাল শনিবার খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সফরকে ঘিরে বর্ণিল রূপে সেজেছে দক্ষিণাঞ্চলের এই বন্দর নগরী। প্রধানমন্ত্রী ওই দিন দুপুর দেড়টায় খুলনার সার্কিট হাউস ময়দানের জন সভায় ভাষণ দেবেন। তাঁর এই জনসভা উপলক্ষে ১১০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের নৌকা আকৃতির সভামঞ্চ তৈরি করা হয়েছে।

এতে প্রধানমন্ত্রী, জনসভার সভাপতি, উপদেষ্টা, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনের প্রায় ২৫০ শীর্ষ নেতার আসন থাকবে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে খুলনা মহানগরীকে। সার্বিক নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য। আজ দুপুরে জনসভাস্থল পরিদর্শন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবীর পিপিএম। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থাপন করা হয়েছে ৭০টির বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া নগরীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট, মোবাইল টহল, র‌্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে। মাঠের বাইরে সাদা পোষাক, পোষাকধারী এবং মহিলা পুলিশ মোতায়েন করা হবে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি জানান, জনসভার বড় চমক থাকবে কয়েক লাখ নারী কর্মীর উপস্থিতি। তিনি বলেন, জনসভায় অন্তত ১০ লাখ মানুষের জমায়েতের কথা ভাবছে স্থানীয় আওয়ামী লীগ। যার অর্ধেকই থাকবে নারী। নারী কর্মীরা সকলেই সার্কিট হাউস মাঠে অবস্থান করবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন জানান, প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে দিনরাত সমানতালে চলছে প্রচারণা। শুভেচ্ছা তোরণে ছেয়ে গেছে পুরো শহর। নৌকা আকৃতির ইজিবাইকে চলছে মাইকিং।

তিনি আরো বলেন, স্মরণকালের সর্ববৃহৎ লোকসমাগম হবে জনসভায়।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত