![দিনাজপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালক নিহত, আহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/nihito_128233.jpg)
দিনাজপুর, ০২ মার্চ, এবিনিউজ : দিনাজপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাহাবুব ইসলাম (৩৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এসে আহত হয়েছে তার বাবা আফতাব উদ্দিন (৬২)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টায় সদর উপজেলার মহিষকোটা এলাকায়।
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানিয়েছেন, সারাদিন কাজ করে তারা বাবা-ছেলে একসঙ্গে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় একটি বাইসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
এসময় প্রতিপক্ষ তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন।
এবিএন/শাহ্ আলম শাহী/জসিম/এমসি