![সাপাহার বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/abnews-24_128237.jpg)
সাপাহার (নওগাঁ), ০২ মার্চ, এবিনিউজ : নওগাঁর সাপাহারে বিদ্যানিকেতনে আজ শুক্রবার সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যানিকেতনের উদ্যোগে স্কুল চত্ত্বরে বীর মু্িক্তযোদ্ধা আলতাফুল হক (আরব) চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের (অব:) সহকারি অধ্যাপক ইসমত ইনামুল হক।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোতাহার হোসেন চৌধুরী, নওগাঁ জেলা পরিষদের সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমেটির অন্যতম সদস্য মন্মথ সাহা, বিদ্যালয়ের প্রশাসক মজিবুর রহমান চৌধুরী (কাবুল) প্রমূখ। শেষে বিদ্যালয়ের অধ্যক্ষ প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। বিদ্যালয়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পুরস্কার দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা, অবিভাবক, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
এবিএন/নয়ন বাবু/জসিম/তোহা