![লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/road-accident5_128239.jpg)
লালমনিরহাট, ০২ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নামা এক বৃদ্ধা (৭৫) মারা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-বুড়িমারী মহাসড়কের ওই উপজেলার ভুষান্ডার ফেডারেশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই বৃদ্ধাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কাকিনা বাজার এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি