![দুর্গাপুরে মাধ্যমিক স্কুল গুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম নামে মাত্র](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/netrokona-map_128251.jpg)
দুর্গাপুর(নেত্রকোনা) , ০২ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নির্ধারিত মাধ্যমিক স্কুলের মাল্টিমিডিয়া ক্লাশরুম গুলো অচলাবস্থার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানাগেছে, উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০টিতে সরকারিভাবে মাল্টিমিডিয়া ক্লামরুম স্থাপন করা হলেও তা উপযুক্ত ভাবে ব্যবহার না হওয়ায় প্রযুক্তির শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার হাজার হাজার শিক্ষার্থী। এ নিয়ে বেশক‘টি শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানাগেছে, মাসে দু-এক দিন ১৫ থেকে ২০মিনিট সময় দেন স্যাররা। অবিভাবকগন মনে করেন, উপজেলা শিক্ষা বিভাগের উদাসীনতার কারনে এ প্রজেক্টি আলোর মুখ দেখছে না।
মাধ্যমিক স্কুল গুলোর মধ্যে নবারুন উচ্চ বিদ্যালয়, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, সুসং আদর্শ বিদ্যানিকেতন, চন্ডিগড় উচ্চ বিদ্যালয়, রানিখং উচ্চ বিদ্যালয়, ঝানজাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, প্রজেক্টরের মাধ্যমে তাদের স্কুলে ক্লাস হলেও তা চাহিদার তুলনা অনেক কম। সরকারের এই মহৎ উদ্দ্যেশ্য সঠিকভাবে ব্যবহার না করার ফলে অযতœ আর অবহেলায় নষ্ট হচ্ছে সরঞ্জাম গুলো।
উপজেলার অধিকাংশ স্কুলে খোঁজ নিয়ে এরকম মাল্টিমিডিয়া ক্লাসরুমের বেহাল অবস্থার কথা জানাগেছে। ডিজিটাল কনটেন্ট তৈরীতে নেই সক্ষম প্রশিক্ষন প্রাপ্ত কোন শিক্ষক। উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন বলেন, আমরা ইতিমধ্যে আইসিটি শিক্ষকদের মাল্টিমিডিয়া সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ করিয়েছি আশা করছি শিক্ষকগন আরো মনোযোগি হবেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম গুলো নিয়মিত পরিদর্শন করছি, এখন থেকে এর কোন অনিয়ম হলে নির্ধারিত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/নির্ঝর