![তিতাসে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে-মেশিন বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/abnews-24.b_128252.jpg)
তিতাস (কুমিল্লা), ০২ মার্চ, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলায় এল জি এসপি(৩) এর অর্থায়নে উপজেলার ৩নং বলরামপুর ইউনিনের ১৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে স্প্রে-মেশিন বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান মো. নুর নবী।
আজ শুক্রবার সকাল ১১টয় ইউনিয়ন পরিষদের অডিটরিয়ামে স্প্রে -মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্য ও নারী সদস্যগণ। এর আগে সকাল ১০টায় পরিষদের উদ্দ্যোগে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনাতা মূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি পরিষদ চত্তর থেকে বের হয়ে বাতাকান্দি-মাছিমপুর সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভায় অংশ গ্রহণ করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. নুর নবী। প্যানেল চেয়ারম্যান নারী সদস্য মোসা.শিখা আক্তারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন, ইউপি সদস্য মো. হামিদ মিয়া ও কৃষকদের পক্ষে এম এ মোতালেব মিয়া প্রমূখ।
এবিএন/কবির হোসেন/জসিম/তোহা