
ঠাকুরগাঁও, ০২ মার্চ, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ে মুখের ক্যান্সার ও ট্রমা রোগীদের চলাচলে সর্বাধিক সার্জনদের নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সিভিল সাজর্ন সভাকক্ষে ডেল্টাল সার্জন ও বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়ে এই সচেতনতা মূলক সেমিনারের আয়োজন করা হয়।
এ সময় ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: আবু মো: খায়রুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা: কাজী বিল্লুর রহমান, ডা: রিয়াজুল করিম, ডেল্টাল সার্জন মঞ্জুরুল ইসলাম, ডা: মাহিদুল ইসলাম, ডা: তোজাম্মেল হক ডা: শিহাব শাহারিয়ার প্রমুখ।
সেমিনারে মুখের ক্যান্সার ও ট্রমা রোগীদের চলাচলে সর্বাধিক সার্জনদের সর্তকতা অবলম্বন করা, রোগীর অবস্থা বিবেচনা করে তাৎক্ষনিক সঠিক সিদ্ধান্তের বিষয়ে গুরুত্ব দেওয়ার দিক নির্দশনা দেওয়া হয়।
উক্ত সেমিনারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপালের কর্তব্যরত চিকিৎসক ও জেলা প্রাকটিসকৃত ডেন্টাল সার্জনরা উপস্থিত ছিলেন।
এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/তোহা