হোসেনপুর (কিশোরগঞ্জ), ০২ মার্চ, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নববধু শারমিন আক্তার (১৯) ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার সকালে হোসেনপুর পৌরসভার পদুরগাতী এলাকার স্বামীর বাড়ির থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শারমিন আক্তার ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী এবং উপজেলার গনমানপুরুরা গ্রামের নুরুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, পারিবারিকভাবে গত ২২ ফেব্রুয়ারি রফিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় শারমিন আক্তারের। বিয়ের পর থেকে তাদের মধ্যে বনিবনা হচ্ছিলো না। শুক্রবার সকালে বাড়ির লোকজনের অজান্তে ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে থাকে শারমিন।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহত শারমিনের পিতা নুরুল ইসলাম জানান, কি কারণে মেয়ে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা