
ঢাকা, ০২ মার্চ, এবিনিউজ : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্যাটাগরি এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে স্কয়ার গ্রুপের এ অঙ্গপ্রতিষ্ঠানটি।
যোগ্যতা : যেকোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগ থেকে বিবিএ অথবা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৩ বছর।
আবেদন প্রক্রিয়া : সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ডাকযোগে ও ই-মেইলের ([email protected]) মাধ্যমে পাঠিয়ে আবেদন করা যাবে।
আবেদন করার ঠিকানা ‘মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১ তলা), ৭২ মহাখালী বা/এ, ঢাকা- ১২১২’। তবে, খামে অথবা মেইলের সাবজেক্টে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা : উক্ত পদে আবেদন করতে পারবেন ১১ মার্চ-২০১৮ পর্যন্ত।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর