শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
নেপথ্যে প্রেম করে বিয়ে

সিরাজগঞ্জে চাচার হাতে ভাতিজি খুন

সিরাজগঞ্জে চাচার হাতে ভাতিজি খুন

সিরাজগঞ্জ, ০২ মার্চ, এবিনিউজ : প্রেম করে বিয়ে করায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাণীনগনর গ্রামের মমতা খাতুন (২৫) নামে এক ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছে চাচা আমির হোসেন। আজ শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। মমতাকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ভর্তি করার পর দুপুরের দিকে সে মারা যায়। সে ওই গ্রামের আব্দুল মজিদ মন্ডলের মেয়ে ও একই গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী।

সলঙ্গা থানার এসআই মফিজুল ইসলাম জানান, মমতা প্রায় পাঁচ বছর আগে রানীনগর গ্রামের মোজাম মন্ডলের ছেলে ছানোয়ারকে প্রেম করে বিয়ে করে। পরিবারের পক্ষ থেকে এ বিয়ে মেনে না নেয়ায় স্বামী-স্ত্রী ঢাকায় অবস্থান করে দির্ঘদিন ধরে। এদিকে মমতার পরিবার প্রেম করে এ বিয়ে মেনে নিলেও চাচা আমির হোসেন মানতে পারেনি। মমতা প্রায় এক সপ্তাহ আগে বাবার বাড়ি বেড়াতে আসে। শুক্রবার সকাল ৭টার দিকে মমতা খাতুন বাড়ির পাশের পুকুরে বাসন পরিষ্কার করতে যান। এসময় পেছন থেকে ক্ষিপ্ত চাচা আমির তাকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। এ ব্যাপরে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত