![সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/abnews-24.bbbbbbbbbbb_128276.jpg)
সিরাজগঞ্জ, ০২ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে ঘন্টাব্যাপী মানব বন্ধন করা হয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বীর মুক্তিযোদ্ধাদের ৩০% সংরক্ষিত কোটার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে এবং সর্বক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার বাস্তবায়নের দাবিতে আজ শুক্রবার সকাল ১১ টায় রায়গঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি কে,এম রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব অধ্যক্ষ গাজী রেজাউল করিম তালুকদার, ডেপুটি কমান্ডার গাজী এ কে এম জহুরুল ইসলাম বাতেন, সহকারী সাংগঠনিক কমান্ডার গাজী এছার উদ্দীন, অর্থ কমান্ডার গাজী আব্দুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক শিবলী ভূইয়া, এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন, রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা