শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আক্কেলপুরের গোপীনাথপুরে ৫০০ বছরের দোলযাত্রা মেলা শুরু

আক্কেলপুরের গোপীনাথপুরে ৫০০ বছরের দোলযাত্রা মেলা শুরু

আক্কেলপুরের গোপীনাথপুরে ৫০০ বছরের দোলযাত্রা মেলা শুরু

আক্কেলপুর(জয়পুরহাট) , ০২ মার্চ, এবিনিউজ : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুরে দোল পূর্ণিমা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আজ শুক্রবার ২ মার্চ বাংলা ১৫ ফাল্গুন থেকে শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক দোলযাত্রার মেলা।

৫০০ শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী গোপীনাথপুরের মেলায় সা¤প্রদায়িক ভেদাভেদ ভুলে দূর-দূরান্তের দর্শনার্থীদের পদচারণায় মূখরিত হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে গরু,ছাগল,মহিষ,ভেড়া.ঘোড়া,হাতিসহ নানা প্রজাতির প্রানী। এছাড়াও থাকছে সার্কাস ও যাত্রাগানের আসর। মেলায় থাকছে বিভিন্ন ধরনের আসবাবপত্রের দোকান।

এলাকাবাসীসূত্রে জানাগেছে,গোপীনাথের প্রধান মন্দির থেকে ঠাকুর মূর্তি বাজার মন্দিরে নেওয়ার মধ্য দিয়ে আজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু স¤প্রদায়ের গোপীনাথপুর দোলযাত্রা মেলা। রীতি অনুযায়ী বাজার মন্দিরে ঠাকুরের অবস্থান পর্যন্ত এই মেলা। মেলাকে ঘিরে ইতোমধ্যেই প্রায় ১ কিলোমিটার জায়গা জুড়ে শতাধিক বিঘা জমির উপরে বসছে গরু,মহিষ, ও ঘোড়ার হাট। চলবে বেচা-কেনাও। এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন নানা বয়সের মানুষ।ইদানিং মানুষের কাছে গরু মহিষের পাশাপাশি থাকছে আকর্ষনীয় ও ছোট বড় সকলের মজার একটি খোরাক হলো ঘোড়ার দৌড়।

ইতিমধ্যে নওগাঁ থেকে আসা ঘোড়া ব্যবসায়ী আহম্মেদ শাহ বলেন, গোপিনাথপুর মেলা একটি ঐতিহাসিক মেলা। গত চার বছর ধরে আমি এ মেলায় ঘোড়া বিক্রি করতে আসি। এবারও একটি ঘোড়া নিয়ে এসেছি। বিক্রি হলে আরও চারটি ঘোড়া নিয়ে আসবো।

মেলা ঘুরে দেখা গেছে, মেলা শুরু না হতেই শুরু হয়েগেছে গরু-মহিষ ও ঘোড়া কেনা-বেচা। কাঠের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় জিনিষ-পত্রও পাওয়া যাচ্ছে এই মেলায়। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাহারী সামগ্রী,স্পিড বোড,শূন্য নৌকা ভাসানো,পুতুল নাচ,মোটরসাইকেল খেলা,আজব প্রাণী প্রদর্শনী,যাত্রা,সার্কাস ও শিশুদের জন্য নাগরদোলাসহ নানা ধরনের চিত্তবিনোদনের ব্যবস্থা রয়েছে । বাংলাদেশের সর্ববৃহৎ দেশী বিদেশী কম্বলের দোকান,কাঠের আসবাবপত্র ও বাহারী মিস্টির দোকান।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি আবু সাঈদ জোয়ারদার বলেন, ঐতিহাসিক গোপীনাথপুর মেলাকে ঘিরে ব্যাপক জনসমাগম হওয়ায় মেলার পূর্ণ নিরাপত্তা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃংখলা বাহিনী অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মেলার পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকে এ জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহন করেিেছ।

এবিএন/আতিউর রাব্বী তিয়াস/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত