রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বান্দরবা‌নে তমব্রু সীমা‌ন্তে বি‌জি‌বি-বি‌জি‌পির পতাকা বৈঠক চলছে

বান্দরবা‌নে তমব্রু সীমা‌ন্তে বি‌জি‌বি-বি‌জি‌পির পতাকা বৈঠক চলছে

বান্দরবা‌নে তমব্রু সীমা‌ন্তে বি‌জি‌বি-বি‌জি‌পির পতাকা বৈঠক চলছে

‌বান্দরবান, ০২ মার্চ, এবিনিউজ : বর্ডার গার্ড বাংলা‌দেশ (বিজিবি) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির মধ্যে পতাকা বৈঠক আজ বিকা‌লে শুরু হয়েছে। নাইক্ষ্যংছড়িরঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে এই পতাকা বৈঠক চল‌ছে। বৈঠকে সাত সদস্যের বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আহসান খান।দুই দেশের সীমান্তে উ‌ত্তেজনা মূলক পরিস্থিতিতে বিজিবি ও বিজিপির মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল থেকে বান্দরবানের তুমব্রু সীমান্তে জিরো পয়েন্টে ঢুকতে আবারও প্রস্তুতি নিয়েছে মিয়ানমারের মগ সেনারা।

স্থানিয়রা জা‌নি‌য়ে‌ছেন নাইক্ষ্যংছ‌ড়ির তুমব্রু সীমান্তের ৭টি পয়েন্টে কাঁটাতারের বেড়া পার হতে লম্বা বাঁশের মই বসিয়ে রে‌খে‌ছেন তারা।এই মই দিয়ে গতকাল রাতে জিরো পয়েন্টে ঢুকে হামলা চালানোর চেষ্টা করেছিল ব‌লেও জা‌নি‌য়ে‌ছেন স্থা‌নিয়রা।

মগ সেনারা জি‌রোপ‌য়েন্ট থেকে রোহিঙ্গাদের সরে যেতে মাইকিংও অব্যাহত রেখেছে ব‌লে জানা‌গে‌ছে।

তুমব্রু সীমান্তের রোহিঙ্গা মো, সোনাইয়া জানান, গত রাতে মিয়ানমারের মগ সেনারা কাঁটাতারে মই দিয়ে জিরো পয়েন্টে ঢোকার চেষ্টা করে। আজ শুক্রবার দুপুর থেকে আবারো সেই মই বসিয়েছে মিয়ানমার। সারারাত আমরা খূব আতঙ্কে ছিলাম, এখনও ভয় পা‌চ্ছি আমা‌দের কোপা‌লে কি আ‌ছে একমাত্র আল্লাহ্জা‌নে মিয়ানমারের মগ সেনারা যেকোনো সময় আবারো জিরো পয়েন্টে ঢোকার চেষ্টা করতে পারে।

এ‌দিকে ‌দিবাগত রা‌তে জি‌রোপ‌য়ে‌ন্টে অবস্থানরত রো‌হিঙ্গা‌দের উদ্দেশ্যে গুলি ছুড়েছে মিয়ানমার সেনারা। এরপর থেকে তা‌দের মাঝে আতঙ্ক বিরাজ করছে ব‌লে জা‌নিয়‌ছেন রো‌হিঙ্গারা।

নাইক্ষ্যংছ‌ড়ির তমব্রু সিমা‌ন্তের ওপরে মিয়ানমা‌রের অংশ থে‌কে বৃহস্প‌তিবার দিবাগত রাত ৩ টায় ও আজ শুক্রবারেও থে‌মে থে‌মে ফাঁকা গু‌লির শব্দ শোনা গে‌ছে।

উল্লেখ্য যে,গতকাল বৃহস্পতিবার তুমব্রু সীমান্তে কাঁটাতারের কাছে প্রায় তিন শতাধিক সেনা মোতায়েন করে মিয়ানমার। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেনারা রোহিঙ্গাদের ভয়ভীতি দেখায়।

এদিকে, তুমব্রু সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে আবারও জনবল বৃদ্ধি করেছে মিয়ানমারের বিজিপি।

নাইক্ষ্যংছ‌ড়ি ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ "এ‌বি‌নিউজ২৪.কম"‌ কে বলেন, গতকাল‌ থে‌কে মিয়ানমার সেনা বাহিনী গুলিবর্ষণ করলে কিছু সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। এদের বেশিরভাগই নারী ও শিশু র‌য়ে‌ছে বর্তমা‌নে তারা স্থা‌নিয়‌দের বা‌ড়ি ঘ‌রে অবস্তান নি‌য়ে‌ছেন।

এবিএন/মোহাম্মদ আব্দুর র‌হিম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত