![নরসিংদীর রায়পুরায় গণপিটুনিতে সন্ত্রাসী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/abnews-24.bbbbbbbbbbbbb_128283.jpg)
নরসিংদী (ঢাকা), ০২ মার্চ, এবিনিউজ : নরসিংদীর রায়পুরায় গণপিটুনিতে পিচ্চি কামাল (৩২) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আগানগর খেয়াঘাটে এই ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহত পিচ্চি কামাল (৩২) রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি কান্দাপাড়া এলাকার মো: জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, পিচ্চি কামাল হোসেন পুলিশের তালিকা ভুক্ত একজন চিহ্নিত সন্ত্রাসী। সে হত্যা, পুলিশের উপর হামলা, অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার আসামী ছিল। সে দীর্ঘদিন যাবৎ এলাকাতে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। তার সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ট। দীর্ঘদিন যাবৎ সে এলাকা থেকে পলাতক থাকার পর বৃহস্পতিবার রাতে নদীপথে এলাকায় ঢুকার জন্য আগানগর খেয়াঘাটে আসলে এলাকাবাসী উপস্থিতি টের পেয়ে তাকে ধাওয়া করে। পরে এলাকাবাসী তাকে দরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ মেঘনা নদীর পাড়ে ফেলে রাখে তারা।
পরে পুলিশ খবর পেয়ে নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পিচ্চি কামাল একজন পুলিশের তালিকাভূক্ত চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে রাযপুরা থানা সহ জেলার অন্যান্য থানায় ডাকাতি, হত্যা, অস্ত্র ও পুলিশের উপর হামলার একাধিক মামলা রয়েছে।
এবিএন/সুমন রায়/জসিম/তোহা