শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বিজয়নগরে প্রকল্পের টাকা দিয়ে ব্যক্তিগত কাজের অভিযোগ

বিজয়নগরে প্রকল্পের টাকা দিয়ে ব্যক্তিগত কাজের অভিযোগ

বিজয়নগরে প্রকল্পের টাকা দিয়ে ব্যক্তিগত কাজের অভিযোগ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া), ০২ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এল জি এসপি প্রকল্পের টাকা দিয়ে ব্যক্তিগত কাজ করছেন বলে মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গে ধন মিয়ার বাড়ী হতে রফু মেম্বারের বাড়ী পর্যন্ত একটি রাস্তার রিটানিং দেয়ালের বরাদ্দ হয়। কিন্তু পুকুরের অংশিদারদের সীমানা নির্ধারণ জনিত আপত্বি থাকায় নির্ধারিত জায়গা হতে কাজ স্থানান্তর করেন ইউপি মহিলা মেম্বার স্বপ্না রানী দাস। এই প্রকল্পের টাকা দিয়ে

সময় সল্পতার অজুহাতে রফিকুল ইসলামের পুকুরের পাড়ে অবস্থিত নিজস্ব মৎস্য খাদ্যগুদামের সামনে রিটানিং ওয়ালের কাজ শুরু করেন মহিলা মেম্বার।

এতে স্থানীয় জনগণের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। অনেকে ক্ষোভ প্রকাশ করে জানায় যেখানে সাধারণ জনগন সুবিধা থেকে বঞ্চিত সেখানে একজন ব্যক্তির স্বার্থে কিভাবে ধ্বংস হয় সরকারী টাকা উন্নয়নের নামে। এ যেন এক প্রহসন।

এ ব্যাপারে মহিলা মেম্বার স্বপ্না রানীর কাছে জানতে চাইলে এ বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ এর সাথে কথা বললে তিনি জানান, গতকাল আমি গিয়ে দেখে এসেছি। তারা যে কাজটি করেছে তা ঠিক করেনি। এখানে জায়গা সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। স্থানীয় চেয়ারম্যান একজন আমিন দিয়ে তা দেখার জন্য বলেছি। তা না হয় প্রকল্পের টাকা ফেরৎ নেওয়া হবে।

এবিএন/টিপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত