![পটিয়ায় জেলা বিএনপির সহ-সভাপতির লিফলেট বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/liflet_abenws_128294.jpg)
পটিয়া (চট্টগ্রাম), ০২ মার্চ, এবিনিউজ : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ ইদ্রিস মিয়ার নেতৃত্বে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
তিনি আজ শুক্রবার বিকেলে পটিয়া নবী মার্কেট, ছন্দা সিনেমা, মুন্সেফ বাজার, কালী বাড়ি, পোস্ট অফিস সহ একাধিক স্থানে লিফলেট বিতরণ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু জাফর ফারুকী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম সিকদার, উপজেলা যুবদল নেতা আলমগীর মেম্বার, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক আবদুস সোবহান, এমএ রুবেল, দক্ষিণ জেলা বাস্থুহারা দলের সভাপতি ওয়াহিদুল আলম পিপুল, যুবদল নেতা খোরশেদ আলম, মো: লিটন, ছাত্রদল নেতা রাশেদ প্রমুখ।
এসময় ইদ্রিস মিয়া বলেন, রাজনীতির প্রতিহিংসার বশি:ভূত হয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অর্থ আত্মসাতের ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে সরকার অহেতুক হয়রানি করছে।
তিনি অবিলম্বে বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, জিয়া অরফানেস ট্রাস্ট এক খন্ড জমি ক্রয় ছাড়া বাকি এক টাকাও কোথাও খরচ করা হয়নি। বরং সেই ২ কোটি টাকা এখন সুদে আসলে ৬ কোটি টাকা হয়ে ট্রাস্টের নামেই ব্যাংকে পড়ে আছে। এছাড়াও এ ট্রাস্টের সাথে বেগম খালেদা জিয়া জড়িত নয়।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এমসি