![কিশোরগঞ্জের সাংবাদিক বাবলু আহমেদ আর নেই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/kenu_abnews_128301.jpg)
কিশোরগঞ্জ, ০২ মার্চ, এবিনিউজ : সময় টেলিভিশনের কিশোরগঞ্জ প্রতিনিধি বাবলু আহমেদ কেনু আজ শুক্রবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-রাজিউন)।
মরহুমের পরিবারের লোকজন জানিয়েছেন, আজ শুক্রবার সকালে তিনি বুকে ব্যথা অনুভব হলে দ্রুত তাকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পওে তার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সাংবাদিক বাবলু আহমেদ কেনুর মৃত্যুতে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন শোক প্রকাশ করেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এবিএন/কিশোরগঞ্জ/জসিম/এমসি