![শৈলকুপায় যজ্ঞানুষ্ঠানে জুয়ার আসর থেকে ৪ জুয়ারী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/atok-abn4_128311.jpg)
ঝিনাইদহ, ০২ মার্চ, এবিনিউজ : ঝিনাইদহের শৈলকুপায় যজ্ঞানুষ্ঠানের জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার রাতে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা) সার্কেলের এএসপি তারেক আল মেহেদীর নির্দেশে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা) সার্কেলের এ এসপি তারেক আল মেহেদী জানায়, উপজেলার ত্রিবেনী গ্রামে যজ্ঞানুষ্ঠানে কয়েকজন জুয়াড়ী জুয়ার আসর বসিয়েছে এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই আল মাহমুদ, ইকবল কবীর ও সাহাবুদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়ারী কে আটক করা হয়। আটককৃতরা হলো, পদমদী গ্রামের হানিফ ও নুরুল, মথুরাপুর গ্রামের জাহাঙ্গীর এবং ত্রিবেনী গ্রামের আফা।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানায়, উপজেলার যেখানেই মাদক ও জুয়ার আসর বসবে সেখানেই অভিযান চালানো হবে।
এবিএন/যবনিকা/জসিম/রাজ্জাক