![পাঁচবিবিতে উরাঁও ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/pachbibi-map_128313.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ০২ মার্চ, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবিতে উরাঁও ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উচাই আদিবাসী একাডেমী চত্বরে বাংলাদেশ উরাঁও ছাত্র সংগঠন (বসা) উপজেলার শাখার উদ্যোগে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
কেক কেটে কর্মসূচী উদ্বোধন করেন জেলা সভাপতি মেরিন এককা খোকন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রচার সম্পাদক রাজু খালকো, উপজেলা সভাপতি রৌদ্র খালকো, সম্পাদক বিহঙ্গ শিং সিবু, সহ সম্পাদক বিজয় শিং, সহ সাংগঠনিক সম্পাদক, অনিল তিগ্যা, অর্থ সম্পাদক সুমন মিন্জি, ক্রীড়া সম্পাদক বিপুল কিসপট্রা প্রমুখ।
এবিএন/সজল কুমার দাস/জসিম/রাজ্জাক