![কাউখালীতে বিপুল পরিমাণ ঝাটকা ও কারেন্টজাল জব্দ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/kaukhali-pk-jal-2_128318.jpg)
কাউখালী, ০২ মার্চ, এবিনিউজ : কাউখালীতে গতকাল শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় ও কোষ্ট গার্ডের সিসি মোঃ তোফাজ্জেল হোসেন এর নেতৃত্বে উপজেলার কচা ও সন্ধ্যা নদীতে এক ঝটিকা অভিযান চালিয়ে প্রায় ৩০ মন ঝাটকা ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।
জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিলিয়ে দেয়া হয় এবং অবৈধ কারেন্টজাল উপজেলা চত্বরে জনসম্মূখে পুড়িয়ে ফেলা হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/রাজ্জাক