শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
৩ দিন পর

বালিয়াকান্দি থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বালিয়াকান্দি থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

রাজবাড়ী, ০২ মার্চ, এবিনিউজ : আজ শুক্রবার জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নিজ বাড়ীর পাশের ডোবা থেকে গলিত এক লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। জালাল মোল্যা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের মৃত আজিজ মোল্যার ছেলে।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জিয়াউল ইসলাম জানায়, সকাল সাড়ে ১১টায় পরিবারের পক্ষ থেকে ঘটনা জানানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে। তিনি বলেন নিহত জালাল মোল্যার মাথায় ও ঘাঁড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

লাশ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সেখান থেকে ৩টি মোবাইল, গ্যাস লাইট ঘড়ি ও ৫৯০ টাকা উদ্ধার করেছে। তবে ঘটনার সন্দেহে পুলিশ কাউকে আটক করেনি।

নিহতের চাচাতো ভাই সোহেল রানা জানায়, ২৬ ফেব্রুয়ারী (সোমবার) বিকালে নিজ বাড়ী থেকে বের হবার পর আর ফিরে আসে নাই জালাল মোল্যা।

আজ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়। স্থানীয়রা জানায় নিহত জালাল এলাকার একজন ভালো কৃষক। বিদেশ যাওয়ার ব্যাপারে অর্থ-লেনদেনের ব্যাপারে এ হত্যাকান্ড হতে পারে।

পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত