শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন

তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন

তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন

ফরিদপুর, ০২ মার্চ, এবিনিউজ : ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ঐতিহ্যবাহী তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহন করেছেন। আজ শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনারম্বড় অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব ভার প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সচিব মো. মজিবর রহমান।

এসময় সচিব কেন্দ্রীয় যুবলীগ সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ও নবনির্বাচিত সভাপতি এ্যাড. জামাল হোসেন মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব ভার অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির নির্বাচিত সদস্য মো. মজিবর রহমান, মো. কামরুজ্জামান, মো. আরিফ হোসেন মিয়া, প্রদিপ কুমার বসু, ঝর্না বেগম, দাতা সদস্য মো. আবু সাইদ মিয়া, কো-অপ্ট সদস্য মো. আবুল কাশেম খলিফা, বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান চৌধুরী, শিক্ষক মাও. সোহরাব হোসেন, বিল্লাল হোসেন, রামগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, সমাজসেবক শাহ আলম মিয়া, আব্দুস সালাম মেম্বার, আব্দুল কুদ্দুস মেম্বার, এসকেন্দার আলী, ইঞ্জি. আব্দুল কুদ্দুস প্রমুখ।

এবিএন/রুবেল/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত