![লক্ষ্মীপুর হাসপাতালের সেই সেলিমকে সরিয়ে নেয়া হল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/02/lakshmipur-pic-1-640x360_128323.jpg)
লক্ষ্মীপুর, ০২ মার্চ, এবিনিউজ : অসদাচরণ, রোগীদের হয়রানি, বাড়তি টাকায় টিকিট বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর সদর হাসপাতালের বর্হি:বিভাগের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা সেই সেলিমকে সরিয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা।
আজ শুক্রবার সন্ধারপরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে বিভিন্ন গণমাধ্যমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে টিকেট বাণিজ্য শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তাতে সেলিমের বিভিন্ন অনিয়মের তথ্য উঠে আসে।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ বলেন, হাসপাতালের বর্হি বিভাগের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সেলিমকে অনিয়মের অভিযোগে কাউন্টার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
সেলিম দীর্ঘদিন থেকে হাসপাতালের রোগীদের অসহায়ত্বের সুযোগে পাঁচ টাকার টিকিট ৫০ টাকায় বিক্রি করছিলেন। সেলিম নানান অজুহাতে লাইনে থাকা রোগীদের কাছে টিকিট না বিক্রি করে পেছনের জানালা দিয়ে বাড়তি দামে বিক্রি, হয়রানি, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে অসদাচরণ করে আসছিলেন।
এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক