রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

বালিয়াডাঙ্গীতে এক গৃহবধূর হত্যা না আত্মহত্যা

বালিয়াডাঙ্গীতে এক গৃহবধূর হত্যা না আত্মহত্যা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাও), ৩ মার্চ এবিনিউজ: স্বামীর অহেতুক আবদার রাখতে না পেরে অমানুষিক নির্যাতনের স্বীকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন আনোয়ারা (২২)নামের এক গৃহবধু। ওই গৃহবধুর বাপের বাড়ীর দেওয়া শেষ সম্বল একটি গরু। গৃহবধুর স্বামী জুয়ারু (তাস খেলোয়ার)। তাস খেলে বাড়ী বাড়ীর সহায় সম্বল শেষ করেছেন।

এবার চোখ বাপের বাড়ীর গরুটির দিকে।কিন্তু গৃহবধু বাপের বাড়ীর শেষ স্মৃতিটুকু হাতছাড়া করতে নারাজ। স্বামীও নাছোর বান্দা। গরুটি তার না হলে নয়।এতে গৃহবধু রাজী না হওয়ায় তার গায়ে হাত তোলে স্বামী। এতে স্ত্রী তরল কিটনাশক পান করে।

এ ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের চড়ইগেদী গ্রামে। আনোয়ারার বাপের বাড়ি একই উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালি গ্রামে।

আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু জানান, ওই গ্রামের জামাল তার শ্বশুর বাড়ির দেয়া একটি গরু বিক্রি করতে চেয়েছিল। তবে আনোয়ারা বেগমের সম্মতি মিলছিল না। এ নিয়ে বৃস্পতিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাল উত্তেজিত হয়ে তার স্ত্রী কে মারপিট করে। এ অভিমানে শুক্রবার সকালে নিজ শয়ন ঘরে বিষপান করে আনোয়ারা।

পুলিশ জানায় ঘটনা টের পেয়ে জামাল ঘরের দরজা ভেঙ্গে আনোয়ারাকে বের করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। কিছুক্ষণ পর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম ওই গৃহবধুকে মৃত বলে ঘোষনা করেন।

আনোয়ারার বাবা আমিরুল ইসলামের অভিযোগ তার মেয়েকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, জামাল জুয়া খেলায় আসক্ত। টাকার অভাবে সে গরুটি বিক্রি করতে চেয়েছিল। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

এবিএন/মো: রমজান আলী/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত