শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হাটহাজারীর মেখলে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

হাটহাজারীর মেখলে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

হাটহাজারী (চট্টগ্রাম), ০৩ মার্চ, এবিনিউজ : হাটহাজারীতে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে সৃস্ট অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার সকাল ৭ টা ৫৫ মিনিটের দিকে মেখল ইউনিয়নস্থ ৫ নং ওয়ার্ডের আমির উদ্দীন সারাং বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুন লাগলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালালেও মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৪টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এবিএন/মোঃ আলাউদ্দীন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত