![এবার সুনামগঞ্জ থেকে হামলাকারীর চাচা গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/04/89654.abnews24_128430.jpg)
সুনামগঞ্জ, ০৪ মার্চ, এবিনিউজ : প্রখ্যাত শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপরে ছুরি দিয়ে হামলাকারী মাদ্রাসা ছাত্র ফয়জুর রহমানের চাচা কাহারকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
এর আগে ফয়জুরের কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসায় তল্লাশি চালিয়ে তার মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী।
এবিএন/শংকর রায়/জসিম