![সন্তানকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে রাখতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/04/kaliakair-mp_128449.jpg)
গাজীপুর, ০৪ মার্চ, এবিনিউজ : গাজীপুর-১ আসনের সাংসদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, আমাদের সন্তানকে মাদক ও ইন্টানেটের আসক্ত থেকে ফিরিয়ে রাখতে হবে। সন্তান কার সঙ্গে চলাফেরা করছে সেই খেয়াল রাখতে হবে। তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে।
এলাকার উন্নয়ন কাজ অব্যাহত রাখতে সুশীল সমাজের সহযোগীতা চেয়ে তিনি বলেন, কালিয়াকৈর উপজেলার উন্নয়নের জন্য এ পর্যন্ত কয়েকশ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। কালিয়াকৈরে রাস্তা-ঘাট, নদী-নালা ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন কাজ চলছে। সফিপুর বাজারে একটি উড়াল সড়ক নির্মাণের কাজ আগামী নির্বাচনের আগেই শুরু করা হবে। এছাড়া কালিয়াকৈরে যাতে জমি রেজিষ্ট্রেশনের খরচ কমানো হয় সেই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুর-১ আসনের সাংসদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি শনিবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে মৌচাক ইউনিয়ন পরিষদের কার্যালয়ে সুশীল সমাজ, পেশাজীবি, ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় কালে বিভিন্ন ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। সভা সঞ্চালনা করেন, পৌর আওয়ামী লীগে যুগ্ম আহব্বায়ক সিকদার মোশাররফ হোসেন ও সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালিয়াকৈর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন আহসান,ব্যবসায়ী নূরুল ইসলাম রতন, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ. হালিম, সফিপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম, হাবিবুর রহমান, মো. তাউজুদ্দিন, মজিবুর রহমান ও ওসামন গনি প্রমুখ।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/নির্ঝর