সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • শিবপুর আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রচার প্রচারণা শুরু

শিবপুর আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রচার প্রচারণা শুরু

শিবপুর আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রচার প্রচারণা শুরু

শিবপুর (নরসিংদী) , ০৪ মার্চ, এবিনিউজ :শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন উপ-নিবার্চনে গত ৩মার্চ শনিবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা, ইউনিয়ন, আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন হাট বাজারে এসে নির্বাচনী প্রচার প্রচারণা ও সভা সমাবেশ শুরু করেছে।

ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি মোসা: মরিয়ম বেগম মুক্তা আওয়ামীলীগ থেকে নৌকা মার্কায় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের সংঙ্গে নিয়ে ইউনিয়নের গ্রামে গ্রামে গুড়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসাদুল্লাহ ফকিরের সভাপতিত্বে দুলালপুরের গড়বাড়ি বাজার, বৈচার বাজান, পাড়াতলা বাজারে সভা সমাবেশে করেন। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ খান ও সামসুল আলম ভূঁইয়া রাখিল।

এতে আরও বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন খান নিপুন, বর্তমান সভাপতি মোশারফ হোসেন ভূইয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা: আ: আজিজ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রমিজ উদ্দিন।

সভা পরিচালনা করেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল ভূঁইয়া ও দোয়া পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধো সংসদের সাবেক সহকারি কমান্ডার বেলায়েত হোসেন ভূঁইয়া।

আগামী ২৯ মার্চ দুলালপুর ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত