বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

মুন্সীগঞ্জ, ০৪ মার্চ, এবিনিউজ : লেখক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে সচেতন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আজ রোববার ১১টার দিকে মুন্সীগঞ্জের জেলা শিল্পকলা একাডেমীর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সফিকুল ইসলাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শুভাষ চন্দ্র দাসসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা মুক্তমনা প্রগতিশীল বিজ্ঞান মনস্ক লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনায় ইতোমধ্যে আটক হামলাকারীকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানায়। এছাড়া ড. মুহম্মদ জাফর ইকবালের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়।

এবিএন/ আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত