![মদনে রিক্সা শ্রমিকদের অর্ধদিবস কর্মবিরতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/04/abnews-24_128473.jpg)
মদন (নেত্রকোনা), ০৪ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার মদনে অটো শ্রমিকদের দাফটে ৮শতাধিক রিক্সা শ্রমিকরা আজ রবিবার অর্ধদিবস কর্ম বিরতি পালন করে। এতে যাত্রীরা পড়েছে ভোগান্তিতে। রিক্সা শ্রমিকদের অভিযোগ অটো শ্রমিকরা বেআইনি ভাবে তাদের যাত্রী নামিয়ে তারা উঠিয়ে নেয়,এমনকি চাবি কেড়ে নেয়। আমাদের চেয়ে থাকার ছাড়া আর কোন কিছুই করার থাকে না। তাই এর প্রতিবাদে তারা ভোর থেকে অর্ধদিবস কর্ম বিরতি পালন করে। ফলে যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে ।
অটো রিক্সা চালক সেকুল মিয়া,মোহাম্মদ আলী,জানু মিয়া ও রমজান মিয়া অভিযোগ করে বলেন, পৌর টেক্স দিয়েও আমরা স্বাধীন ভাবে অটো রিক্সা চালাতে পারি না, আমাদের চাবি কেড়ে নেয়,যাত্রী নামিয়ে নিজেরাই তুলে নেয় এর সমাধান না হওয়া পর্যন্ত রিক্সা চলাচল করবে না।
মদন উপজেলার ডিজিটাল রিক্সা চালক সমিতির একাংশের সভাপতি আব্দুল হামিদ আকন্দ জানান, অটো চালকদের অত্যাচারে অটো রিক্সা চালকরা মুখ খুলতে পারছে না। তারা বেআইনি ভাবে যাত্রী নামিয়ে নেয়। কিছু বললে মারধর করে। এ জন্য তারা কর্মবিরতি পালন করে।
অভিযুক্ত মুক্তি অটো শ্রমিক সিএনজি মিশুক একাংশের সভাপতি কামরুল অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা তাদের সাথে এমন আচরণ করি না তাদের চলতে কোন বাধা নেই। তবে গোবিন্দশ্রী ইউনিয়নের অটো ও রিক্সা মদনে প্রবেশ করতে পারবে না। কারণ তারা আমাদের অটো প্রবেশ করতে দেয় না। এ বিষয়টি মিমাংসা না হওয়া পর্যন্ত এ ভাবেই চলবে।
পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। তবে যদি কোন রিক্সা শ্রমিকদের সাথে কোন আচরণ খারাপ করে কিংবা যাত্রী নামিয়ে দেয় তা হলে বিষয়টি আমাদের অবগত করলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়ালীউল হাসান বলেন,উভয় শ্রমিক দলের নেতাদের ডেকে বিয়টি নিস্পত্তি হয়েছে। রাস্তায় অটো রিক্সা স্বাধীন ভাবে চলাচল করতে পারবে। তবে যানজট সৃষ্টি করতে পারবে না।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/তোহা