শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফরিদপুরে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

ফরিদপুরে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

ফরিদপুর, ০৪ মার্চ, এবিনিউজ : ফরিদপুরে নবাগত পুলিশ সুপার মো. জাকির হোসেন খান স্থানীয় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের পুলিশ লাইন কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, জেলা পুলিশ স্বচ্ছতা, মাদক ও জঙ্গী বিষয়ে কাজ করতে চায়। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা চাই।

তিনি বলেন, ফরিদপুরকে মাদকমুক্ত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহায়তার দরকার। নবাগত পুলিশ সুপার আরো বলেন, ফরিদপুরের জেলা পুলিশ শৃঙ্ঘলার সাথে কাজ করবে, এর ব্যাপ্তয় হলে তাকে অবশ্যই বাহিনীর প্রদত্ত শাস্তির আওতায় আসবে। কেউ শৃঙ্খলার বাইরে নয় বলে উল্লেখ করেন তিনি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সিনিয়র সাংবাদিক প্রফসর মো. শাহজাহান, আব্দুল মতিন ফকির, পান্না বালা, সঞ্জিব দাস রেজাউল করিম বিপুল, মফিজুর রহমান শিপন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিকুর রহমান, সহকারি পুলিশ সুপার মহিউদ্দিন, আনিসুজ্জামান, ডিবির ওসি শহিদুল ইসলাম, ফরিদপুর কোতয়ালী থানার ওসি এফএম নাসিমসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবিএন/কে.এম. রুবেল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত