![আমবাড়ীতে পুলিশের হাতে ইয়াবাসহ আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/04/abnews-24.bbbbb_128483.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ০৪ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ীতে ৪২পিচ ইয়াবাসহ এক যুবক আটক। গতকাল ৩রা মার্চ সন্ধ্যা ৭টায় আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই সাদেক ও এটিএন এস আই শামছের তাবরিস গোপন সূত্রে সংবাদ পেয়ে আমবাড়ী বাজার সংলগ্ন বাসস্ট্যান্ড এ উৎ পেতে থাকলে মো. বইমুদ্দিন(বিদেশী)(২৮) কে চ্যালেঞ্জ করে শরীর তল্লাশী চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট পকেট থেকে উদ্ধার করে। আটক কৃত যুবকের বাড়ী চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের মো. কাশেম উদ্দিন এর পুত্র মো. বইমুদ্দিন(বিদেশী)।
এব্যাপারে পার্বতীপুর উপজেলার আমবাড়ী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই সাদেক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। এব্যাপারে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই সাদেক ও এটিএন এস আই শামছের তাবরিস এর সাথে মাদকসহ যুবক আটকের বিষয়ে কথা বললে, তিনি আটকে কথা শিকার করেন এবং তিনি বলেন মাদকের সাথে কোন আপস নেই। মাদকের সাথে যেই জড়িত থাক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা