
দৌলতপুর (কুষ্টিয়া), ০৪ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজার সংলগ্ন ৪ টি ইটভাটায় মাটি বহনের ট্রাক ঠেকিয়ে দিয়েছে এলাকাবাসী। আজ রবিবার সকালে উপজেলার খোদা বক্সের মোড়ে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সাদিপুর গ্রামের হাফিজুল ইসলাম হাফু‘র ছেলে আল সালেহ মামুন, হজমুদ্দিনের ছেলে ইদবার আলী, কাদের বিশ্বাসের ছেলে আনারুল, আলতাফ হোসেনের ছেলে আবু বক্কর প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে আবাসিক এলাকায় সম্পুর্ণ আবাদি জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করে কাঠ দিয়ে ইট পোড়াচ্ছে। এবং মনিকদিয়ার এলাকার সরু রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক‘শ ভারি ট্রাকে মাটি ও ইট পরিবহন করায় সড়কটি ভাগাড়ে পরিণত হয়ে গেছে। এবং এলাকায় কাঁচা পাকা ঘরবাড়িতে ফাটলের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোন ব্যবস্থা না নেওয়ায় রবিবার সকালে উপজেলা বাজার সংলগ্ন খোদা বক্সের মোড়ে প্রায় ৩ শতাধিক এলাকাবাসী ঐ সড়কে ৫ ঘন্টা অবস্থান নিয়ে মাটি বহন করা ট্রাক ও ট্রলি বন্ধ করে দেয়। ঐ সড়কে ইটভাটার কোন যানবাহন চলাচল করবেনা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান জানিয়েছেন।
এবিএন/জহুরুল হক/জসিম/তোহা