শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ড. জাফর ইকবালের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
সুনামগঞ্জে সুশীলসমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দের

ড. জাফর ইকবালের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ড. জাফর ইকবালের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

সুনামগঞ্জ, ০৪ মার্চ, এবিনিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুর্বৃত্তের চুরিকাঘাতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জের সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ। ড. মুহাম্মদ জাফর ইকবালের দ্রুত সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নেতৃবৃন্দ। পাশাপাশি এ হামলার পেছনে যে বা যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করে সকল দুর্বৃত্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।’

বিবৃতিদাতারা হলেন, সুনামগঞ্জ জেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্জ মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, শিক্ষাবিদ ধুর্জটি কুমার বসু, বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক পৌর কলেজের অধ্যাপক শেরগুল আহমদ, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশ সেলিম আহমদ, দৈনিক হাওরাঞ্জলের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার, কুলেন্দু শেখর দাস, দৈনিক জালালাবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সময় টিভি’র জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, ইউএনবি’র জেলা প্রতিনিধি অরুন চক্রবর্তী,দৈনিক বিজয় ও ভোরের সূর্যের জেলা প্রতিনিধি অনিমেশ দাস প্রমুখ।

উল্ল্যেখ্য যে, ছয়জন পুলিশ সদস্যের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে ড. জাফর ইকবালের উপর এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত