![দুর্গাপুরে ৭মাসের অন্তস্বত্তার আত্নহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/04/abnews-24.bbbbbbb_128490.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ০৪ মার্চ, এবিনিউজ : জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের মাদুরপাড় গ্রামের শামীম তালুকদারের ৭মাসের অন্তস্বত্তা স্ত্রী আকলিমা খাতুন (২৩) নামের এক মহিলা গলায় শাড়ী পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ও এলাকাবাসীর সুত্রে জানাযায়, শনিবার গভীর রাতে আকলিমা ৭মাসের অন্তস্বত্তা আকলিমা খাতুন বাড়ির সবার অজান্তে গলায় রশি পেচিয়ে নিজ ঘরে আত্নহত্যা করে। তাঁর ২বছরের ১টি ছেলে সন্তান আছে। এ বিষয়ে দুর্গাপুর থানার এসআই মাহাবুবুল আলম জানান, এ ব্যাপারে দুর্গাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা