![দুর্গাপুরে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্ততি সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/04/abnews-24.bbbbbbbb_128492.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ০৪ মার্চ, এবিনিউজ : জেলার দুর্গাপুরে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বাষির্কী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্ততি অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. মামুনুর রশীদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, পৌর মেয়র আলহাজ্ব মাও. আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল্লাহ হক, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার প্রমুখ। সভায় যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রিয় কর্মসূচির আলোকে দিবস দুটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
উপজেলা আ’লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি, চেয়ারম্যান উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শনিবার রাতে বিশিষ্ট শিক্ষাবিদ ড. মু: জাফর ইকবাল এর উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও দোষিদের শাস্তি দাবী করা হয়।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা