![দুর্গাপুরে ক্ষতিগ্রস্থ কৃষকদের ভর্তুকি প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/04/abnews-24.bbbbbbbbb_128493.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ০৪ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে আজ রবিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদে চলতি অর্থবছরে কৃষি প্রণোদনার অংশ হিসাবে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুর্গাপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামুল্যে ৩০কেজি চাউল ও নগদ ৫শত টাকা করে ৪শত কৃষকের মাঝে প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ উপস্থিত থেকে এ ভর্তুকি প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার মো. নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ শাহীনুর আলম সাজু, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সকল ইউপি সদস্য-সদস্যাবৃন্দ।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা