শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে মারপিট মামলায় যুবদল নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে মারপিট মামলায় যুবদল নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ, ০৪ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের এনায়েতপুরে চাঁদাদাবী ও মারপিট মামলায় থানা যুবদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার ভোরে তার নিজ বাড়ি থেকে আটক করে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এনায়েতপুর থানার এসআই রিপন কুমার জানান,শনিবার সন্ধ্যায় এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের ব্যবসায়ী আমির হামজা ওরফে বাবু চাঁদাদাবী ও মারপিটের অভিযোগে এনায়েতপুর থানা বিএনপির সভাপতি ও চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক শেখ, থানা যুবদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার অভিযোগে ওই যুবদল নেতাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এবিএন/এসএম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত