![সিরাজগঞ্জে মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/04/abnews-24.bbbbbbbbbbbbb_128498.jpg)
সিরাজগঞ্জ, ০৪ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের কামারখন্দে উৎসব মুখর পরিবেশে মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থা ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি) এর যৌথ আয়োজনে এবং পিকেএসএফ’র সহযোগিতায় আজ রবিবার সকালে এ মিনি ম্যারাথন দৌঁড় অনুষ্ঠিত হয়। উপজেলার আলোকদিয়ার মোড় থেকে শুরু করে চরটেংরাই মোড়, ধলেশ্বর তালতলা হয়ে হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে এসে মিনি ম্যারাথন দৌঁড় শেষ হয়।
মাধ্যমিক স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন বয়সী মানুষ প্রায় ৪ কিলোমিটার পথের এ মিনি ম্যারাথন দৌঁড়ে অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, জামতৈল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন শেখ, এনডিপি’র পরিচালক (কর্মসূচি) শাহ আজাদ ইকবাল, সহকারী পরিচালক (কর্মসূচি) জুবায়ের জাহান খান, সহকারী পরিচালক (এমএন্ডই) মাসুদুজ্জামান পল, প্রোগ্রাম অর্গানাইজার হাশেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিএন/এসএম তফিজ উদ্দিন/জসিম/তোহা