শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • তিস্তার ক্যানেলগুলো পানিতে ভরপুরে মনোরম দৃশ্য

তিস্তার ক্যানেলগুলো পানিতে ভরপুরে মনোরম দৃশ্য

তিস্তার ক্যানেলগুলো পানিতে ভরপুরে মনোরম দৃশ্য

জলঢাকা (নীলফামারী), ০৪ মার্চ, এবিনিউজ : তিস্তা নদীর সকল ক্যানেল এখন পানিতে ভরপুর। এবার বিড়ম্বনায় পড়তে হয় নাই। তিস্তা সেচ ব্যারেজের ক্যানেল এলাকার কৃষকরা যারা সেচ নির্ভর বোরো আবাদ করেন। এখন বোরো আবাদের সময় সবুজে ছেঁয়ে গেছে ক্ষেত। আগামী দুই মাসের মধ্যে এই ধান ঘরে উঠবে। এবার সুফল ভোগ করছে সেচ ক্যানেল এলাকার কৃষকরা। আজ রবিবার সরেজমিনে বিভিন্ন ক্যানেল এলাকায় ঘুরে দেখা গেছে, তিস্তা সেচ ক্যানেল এলাকার ধান ক্ষেতে পর্যাপ্ত সেচ পানি পাচ্ছে কৃষক। কৃষকরা জানায় এ শুস্ক মৌসুমে সেচ প্রকল্পের পানি পাওয়ায় তাঁরা খুশি।

সুত্র মতে জানা গেছে, ভারতের উজান থেকে এই মৌসুমে পানি ধেয়ে আসছে। তিস্তার ৭ শত ১০ কিলোমিটার জুড়ে সেচ ক্যানেলে পানি ভরপুর। গত বছর শুস্ক মৌসুমে তিস্তার পানি ছিলো গড়ে ৩ শত কিউসেক। এবার ব্যতিক্রম, কোনদিন ২ হাজার ৫ শত কিউসেক এর মত পানি আসছে। তবে পানি পাওয়া যাচ্ছে গড়ে ১ হাজার ৫ শত কিউসেক। তবে ১ হাজারের কম নয়। তিস্তা সেচ ক্যানেল এর পৌরসভার তিনকদম এলাকার বাসিন্দার মানিক বলেন, গত কয়েক বছর পানি পর্যাপ্ত পানি আমরা পাই নাই। এবার তিস্তা সেচ ক্যানেলে পানিতে ভরে গেছে।

পানি ধরে রাখার জায়গায় নাই। তিস্তা ক্যানেলগুলোতে পানি থাকায় এক মনোরম পরিবেশে সৃষ্টি হয়েছে। চারদিক সবুজ শ্যামলের ছেয়ে গেছে মাঠ প্রান্তর। যেখানে ছোট নৌকাও চালানো যাবে ভ্রমন পিপাশুদের জন্য। তিস্তা সেচ প্রকল্প কর্মকর্তা জানান, তিস্তা ব্যারেজ জরিপ-২ মৌসুমের জন্য নির্মিত। কৃষকদের এই সেচ ক্যানেল এর পানির মাধ্যমে আবাদ করতে পারছেন। তিনি আরও বলেন, ভারত এই মৌসুমে তিস্তার পানি আটকিয়ে তাদের চাহিদা পূরন করে বাকি পানি আমাদের কে দেয়। এবার এর ব্যতিক্রম ঘটেছে তাই পর্যাপ্ত পানি আমাদের কৃষকেরা পাচ্ছে।

এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী হাসান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত