শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে

পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন

পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন

পিরোজপুর, ০৪ মার্চ, এবিনিউজ : সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। আজ রবিবার দুপুরে শহরের সার্কিট হাউজের সামনের সড়কে পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি একে আজাদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু সহ সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাভিশন টিভির সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ ও পিআইবির সিনিয়র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।

বক্তারা এ সময় হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং এই হামলার পিছনে কোন গোষ্ঠি বা কেউ জড়িত থাকলে তা তদন্ত করে তাদেরও বিচারের দাবী জানান।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত