![কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/04/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_128519.jpg)
কিশোরগঞ্জ, ০৪ মার্চ, এবিনিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরেণ্য শিক্ষক, জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর বর্বরোচিত হামলা চালিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
আজ রবিবার বেলা ১টা থেকে ২টা পর্যন্ত শহরের বিজয় চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা এ জঘন্য হামলার সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। পর্দার আড়ালে কারা কলকাটি নেড়েছে তাদেরকেও দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লার সভাপতিত্বে এতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, একাত্তর টিভির প্রতিনিধি আবু তাহের, দৈনিক বর্তমানের প্রতিনিধি আনোয়ারুল ইসলাম ভুঁইয়া প্রমুখ বক্তৃতা করেন। এ কর্মসুচিতে জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
৪ মার্চ-১৮।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা