শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নরসিংদীতে কোর্ট হাজত থেকে পালিয়েছে এক আসামী

নরসিংদীতে কোর্ট হাজত থেকে পালিয়েছে এক আসামী

নরসিংদী, ০৪ মার্চ, এবিনিউজ : নরসিংদীতে আদালতে হাজিরা দিতে এসে জঙ্গিতৎপরতায় গ্রেপ্তারকৃত এক আসামী কোর্ট হাজত থেকে পালিয়ে গেছে। রোববার দুপুরে আদালতের গারদখানা থেকে এজলাসে নেয়ার পথে এ ঘটনা ঘটে। কোর্ট ইন্সপেক্টর রুহুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পলাতক কাউছার ওরফে কাশেম ওরফে কাশু ওরফে ফরিদ (২০) সিরাগঞ্জের কালিম উদ্দিনের ছেলে। কাউছার ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর নরসিংদী শহরের বাসাইলের একটি বাড়িতে জঙ্গিতৎপরতা ও ডাকাতি করার সময় ৪ সহযোগীসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

ওই সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল,দুইটি ম্যাগজিন ও ৫রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে কাউন্টার টেরিরিজমের সদস্যরা ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের সাথে জঙ্গিতৎপরতার সম্পৃত্ততা পান। পরে তাদের অস্ত্র ও ডাকাতি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরন করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

আদালত সূত্রে জানাযায়, নিয়মিত হাজিরার জন্য কোট পুলিশ সদস্যরা সকাল পৌনে ১০ টার দিকে নরসিংদী জেলা কারাগার থেকে আসামী কাউছারকে কোর্ট হাজতে নিয়ে আসে। পরে দুপুরে তাকে আদালতের এজলাসে নিয়ে যাওয়ার সময় সে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশ সদস্যরা পিছু নিলেও তাকে আটক করতে পারেনি। পরে বিষয়টি পুলিশের উধতর্ন কতৃপক্ষের নজরে আসলে পলাতক কাউসারকে গ্রেপ্তার করতে গোনেন্দা পুলিশ সদস্য সহ একাধিক টিম মাঠে নামেন। কিন্তু বিকেল পৌনে ৬টা পযর্ন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কোর্ট পুলিশের পরিদর্শক রহুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ কনস্টেবল সাইদুল ও হামিদ আসামী কাউছারসহ অন্যান আসামীদের গারদখানা থেকে আদালতের এজলাসে নিয়ে যাচ্ছিল। ওই সময় ভিড়ের মধ্যে সে সাধারন মানুষের সাথে মিশে পালিয়ে যায়। এজলাসে নেয়ার সময় কাউছারের হাতে হাতকড়া ছিলো না। সেই সুযোগ কাজে লাগিয়ে কৌশলে পালিয়ে যায়।

নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম বলেন, কোর্ট থেকে আসামী পলায়নের ঘটনায় পুলিশ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

এবিএন/সুমন রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত