![অভয়নগরে ক্লিনিক ব্যবসার সাথে জড়িত ডাক্তারদের অপসারণের দাবি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/04/joshor@abnews (2)_128525.jpg)
অভয়নগর (যশোর), ০৪ মার্চ, এবিনিউজ : অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন ডাক্তার সরাসরি ক্লিনিক ব্যবসার সাথে জড়িত রয়েছেন। হাসপাতালে রোগী আসলে ওই সব ডাক্তারা তাদের নান কৌশলে ক্লিনিকে ও ডায়াগষ্টিকে পাঠিয়ে দেন।
এ ঘটনায় এলাবাসী ওই সব ডাক্তারদের অপসারণের জন্য গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট একটি গণ দাবীনামা পেশ করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার স্থায়ী বাসিন্দা কাজী মশিয়ার রহমান দাবি নামা পেশ করতে আসা কয়েকজন জানান, হাসপাতালে বর্তমান সেবার মান খুব খারাপ। ডাক্তাররা রোগীদের সাথে দুর্ব্যাবহার করেন। তাদের যতœ করে চিকিৎসা দেওয়া হয় না।
হাসপাতালে রোগী আসলে তাদের অপারেশনের কথা বলে ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হয়। কয়েকজন ডাক্তার হাসপাতাল গেটের ১০ গজের মধ্যে ডায়াগষ্টিক সেন্টার খুলেছেন। সেখানে রোগীদেরে অহেতুক পরীক্ষার কথা বলে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে এক্সরে মেশিন থাকা শর্তেও রোগীদের ডায়াগষ্টিক সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় । ডাক্তার রোগীদের সেবা না দিয়ে ব্যস্ত থাকেন ঔষধ কম্পানীর প্রাতিনিধিদের সাথে ভিজিট করা নিয়ে।
এ ঘটনায় এলাকার শতাধিক লোক ক্লিনিক ও ডায়াগষ্টিক ব্যবসার সাথে জড়িত ডাক্তারদের অপসারণের দাবিতে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট গণদাবিনামা পেশ করেছেন।
এবিএন/সেলিম হোসেন/জসিম/তোহা